রবার্ট বার্ড
রবার্ট বার্ড | |
---|---|
প্রেসিডেন্ট প্রো টেম্পোর অব সিনেট | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০০৭ – ২৮ জুন ২০১০ | |
পূর্বসূরী | টেড স্টিভেনস |
উত্তরসূরী | ড্যানিয়েল ইনুয়ে |
কাজের মেয়াদ ৬ জুন ২০০১ – ৩ জানুয়ারি ২০০৩ | |
পূর্বসূরী | স্ট্রম থারমন্ড |
উত্তরসূরী | টেড স্টিভেনস |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০০১ – ২০ জানুয়ারি ২০০১ | |
পূর্বসূরী | স্ট্রম থারমন্ড |
উত্তরসূরী | স্ট্রম থারমন্ড |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৮৯ – ৩ জানুয়ারি ১৯৯৫ | |
পূর্বসূরী | জন সি.স্টেনিস |
উত্তরসূরী | স্ট্রম থারমন্ড |
West Virginia থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৫৯ – ২৮ জুন ২০১০ | |
পূর্বসূরী | চ্যাপম্যান রেভারকম্ব |
উত্তরসূরী | কার্তে গুডউইন |
প্রেসিডেন্ট প্রো টেম্পোর, যুক্তরাষ্ট্রের সিনেট | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০০৩ – ৩ জানুয়ারি ২০০৭ | |
পূর্বসূরী | স্ট্রম থারমন্ড |
উত্তরসূরী | টেড স্টিভেনস |
সিনেট মেজরিটি নেতা | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৮৭ – ৩ জানুয়ারি ১৯৮৯ | |
ডেপুটি | অ্যালান ক্র্যানস্টন |
পূর্বসূরী | বব ডোল |
উত্তরসূরী | জর্জ জে মিচেল |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৭৭ – ৩ জানুয়ারি ১৯৮১ | |
ডেপুটি | অ্যালান ক্র্যানস্টন |
পূর্বসূরী | মাইক ম্যানসফিল্ড |
উত্তরসূরী | হাওয়ার্ড বেকার |
সিনেট মাইনরিটি নেতা | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৮১ – ৩ জানুয়ারি ১৯৮৭ | |
ডেপুটি | অ্যালান ক্র্যানস্টন |
পূর্বসূরী | হাওয়ার্ড বেকার |
উত্তরসূরী | বব ডোল |
সভাপতি, সিনেট ডেমোক্রেটিক ককেকাস | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৭৭ – ৩ জানুয়ারি ১৯৮৯ | |
পূর্বসূরী | মাইক ম্যানসফিল্ড |
উত্তরসূরী | জর্জ জে মিচেল |
সিনেট মেজরিটি হুইপ | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৭১ – ৩ জানুয়ারি ১৯৭৭ | |
নেতা | মাইক ম্যানসফিল্ড |
পূর্বসূরী | টেড কেনেডি |
উত্তরসূরী | অ্যালান ক্র্যানস্টন |
সচিব, সিনেট ডেমোক্রেটিক কনফারেন্স | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৬৭ – ৩ জানুয়ারি ১৯৭১ | |
নেতা | মাইক ম্যানসফিল্ড |
পূর্বসূরী | জর্জ স্ম্যাদারস |
উত্তরসূরী | টেড মস |
-নির্বাচিত সদস্য 6th জেলা থেকে | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ১৯৫৩ – ৩ জানুয়ারি ১৯৫৯ | |
পূর্বসূরী | আর্ল্যান্ড হেনড্রিক |
উত্তরসূরী | জন স্ল্যাক |
নবম জেলা ওয়েস্ট ভার্জিনিয়া সিনেটের সদস্য | |
কাজের মেয়াদ ১ ডিসেম্বর ১৯৫০ – ২৩ ডিসেম্বর ১৯৫২ | |
পূর্বসূরী | ইউজিন স্কট |
উত্তরসূরী | জ্যাক নুকোলস |
Member of the West Virginia House of Delegates from Raleigh County | |
কাজের মেয়াদ জানুয়ারি, ১৯৪৭ – ডিসেম্বর, ১৯৫০ | |
পূর্বসূরী | Multi-member district |
উত্তরসূরী | Multi-member district |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কর্নেলিয়াস কেলভিন সেল জুনিয়র ২০ নভেম্বর ১৯১৭ নর্থ উইলকেসবোরো, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৮ জুন ২০১০ মেরিফিল্ড, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স ৯২)
সমাধিস্থল | কলাম্বিয়া গার্ডেনস কবরস্থান |
রাজনৈতিক দল | ডেমোক্রেটিক পার্টি (যুক্তরাষ্ট্র) |
দাম্পত্য সঙ্গী | এরমা জেমস (বি. ১৯৩৬; মৃ. ২০০৬) |
সন্তান | 2 |
শিক্ষা | মার্শাল বিশ্ববিদ্যালয় (BA) আমেরিকান বিশ্ববিদ্যালয় (JD) |
স্বাক্ষর |
রবার্ট কার্লাইল বার্ড (পিতৃপ্রদত্ত নাম কর্নেলিয়াস কেলভিন সেইল জুনিয়র, ২০ নভেম্বর ১৯১৭-২৮ জুন ২০১০) একজন আমেরিকান রাজনীতিবিদ ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা সিনেটর ছিলেন। ১৯৫৯ সাল থেকে শুরু করে ২০১০ পর্যন্ত দীর্ঘ ৫১ বছর তিনি ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যকে মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করেন। তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। ১৯৫৩ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত বার্ড যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পদেও দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা আইনপ্রণেতা ছিলেন। [১] কিন্তু মিশিগান অঙ্গরাজ্যের প্রতিনিধি জন ডিঞ্জেল তার এ রেকর্ড ভঙ্গ করেন। [২] ডোয়াইট ডি. আইজেনহাওয়ার রাষ্ট্রপতি থাকাকালীন সিনেটরদের মধ্যে সর্বশেষে তার মেয়াদ শেষ হয়। তিনিই ছিলেন সর্বশেষ মেয়াদ শেষ হওয়া কংগ্রেসের একমাত্র সদস্য, যিনি হ্যারি এস ট্রুম্যানের প্রশাসনে দায়িত্ব পালন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Byrd poised to break Thurmond's record"। web.archive.org। ১৪ জুন ২০০৬। Archived from the original on ১৪ জুন ২০০৬। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১।
- ↑ "U.S. Rep. Dingell is longest-serving member of Congress in history"। UPI।
- ↑ "Memorial Addresses for Robert C. Byrd - Google Books"। web.archive.org। ১৬ ফেব্রুয়ারি ২০১৭। Archived from the original on ১৬ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২১।